ধড্ডা দীঘির পানিতে বিষ মিশিয়ে মাছ নিধন করলো দুর্বৃত্তরা

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ২০:১১ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন ধড্ডা জনকল্যাণ সমিতির সামনের দীঘির পানিতে বিষ মিশিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ এপ্রিল) এই অপকর্মের চিত্র দেখা গেছে ধড্ডা দীঘির পানিতে।

সরজমিনে গিয়ে জানা যায়, অত্র দীঘিতে ১ বছরের ব্যবধানে ২ বার পানিতে বিষ মিশিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, দীঘির পাড়ে পাউডার জাতীয় রাসায়নিক পদার্থে ধোয়া উড়তে দেখা যায়। কে বা কারা করেছে তা আমরা দেখিনি।

স্থানীয়রা বলেন, অত্র দীঘির চাষকৃত মাছের আয় দিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, দুস্থ, অসহায় গরীবদের আর্থিক সহায়তা প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হুমায়ন কবির লিটন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ২০২২ সাল থেকে ২০২৪ পর্যন্ত মোঃ হুমায়ন কবির লিটন জনকল্যাণকর ও সামাজিক মহৎকর্মে অবদান রাখছেন।

স্থানীয়রা আরো বলেন, এর আগে মাছ চাষ হয়েছে, তখন সমস্যা হয়নি।

অত্র দীঘির কেয়ারটেকার বলেন, যারা এ অপরাধ করেছেন, আইন অনুযায়ী তাদের বিচার চাই।

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হুমায়ন কবির লিটন মুঠোফোনে বলেন, প্রকৃত অপরাধীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করছি।