মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষ, নিহত ১

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১৯:২১ | অনলাইন সংস্করণ

  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাসের সঙ্গে সিএনজি চালিত আটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এছাড়া সিএনজির চালকসহ ৩ জন আহত হয়েছেন।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের মাহতিকান্দা গ্রামের বদরুল মিয়ার স্ত্রী নুরুন্নাহার (৩৫)। আহতরা হলেন, কামাল্লা গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১৮), একই গ্রামের তারু মিয়ার ছেলে দুলাল (২৫), অপর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর বাস স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী টিপু এক্সপ্রেস নামের একটি বাস ও মুরাদনগর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

পরে মুরাদনগর থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও সিএনজিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত যানবাহন গুলোকে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।