সিরাজগঞ্জে নারীসহ  দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ২০:৩৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের পৃথক দুটি স্থান থেকে নারীসহ ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো, শাহজাদপুর উপজেলার বাচড়া পুশ্চিমপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাহিদ হাসান (৩২) ও উল্লাপাড়া উপজেলার বাখুয়া দক্ষিণপাড়া গ্রামের মজনু মিয়ার স্ত্রী খাদিজা বেগম (২৪)। পুলিশ জানায়, সোমবার বিকেলের দিকে শাহজাদপুরের ওই যুবক নিজ ঘরের তীরের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এদিকে একই দিন বিকেলে উল্লাপাড়ার ওই গৃহবধূ নিজ ঘরের তীরের গলায় ওড়না পেচিঁয়ে আতœহত্যা করে। ধারণা করা হচ্ছে, তারা পারিবারীক কলহের জের ধরে এ আতœহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।