ঢাকা ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

যমুনা থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

যমুনা থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার

যমুনা নদী থেকে অজ্ঞাত এক নারীর (৬৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ- পুলিশ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়া বাঁধের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির (ওসি) সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার বিকেলের দিকে যমুনা নদীর উল্লেখিত স্থানে অজ্ঞাত ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ভাসমান মরদেহ উদ্ধার করে এবং তার মরদেহ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এখনও তার নাম পরিচয় মেলেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

যমুনা,ভাসমান,মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত