ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বৃদ্ধাশ্রম উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী 

‘প্রান্তিক মানুষের জীবন সুন্দর ও সহজ লক্ষ্যে কাজ করতে হবে’

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমাজের প্রান্তিক মানুষের জীবন যেন সুন্দর ও সহজ হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। এ লক্ষ্যে বাস্তবায়ন করলেই কাঙ্খিত মানবিক বাংলাদেশ গঠন করতে পারব।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় ‘হেনরী ভুবন বৃদ্ধাশ্রম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বৃদ্ধাশ্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরো বলেন, আমরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। সেই মানবিক বাংলাদেশ গড়তে যে জনগোষ্ঠী অবস্থানগত, ভৌগোলিক কারণে প্রান্তিক -সেই প্রান্তিক মানুষগুলোকে মূলধারায় নিয়ে আসতে চেষ্টা করছি। বৃদ্ধ বাবা-মাকে একাকি বাসায় রেখে কাজ-কর্মে যেতে হয়। এমন অবস্থায় তারা নিঃসঙ্গতাবোধ করেন এবং বিষন্নতায় মানসিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে তাদের যেকোনো সঙ্গ প্রয়োজন অনুভব করেন। এ কারণে আজ দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে। এ

অনুষ্ঠানে স্থানীয় এমপি ড. জান্নাত আরা হেনরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমূখ।

এ সময় জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, এ্যাডঃ বিমল কুমার দাস, জেলা যুবলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও আ’লীগের অঙ্গ সংগঠনের অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি জান্নাত আরা হেনরী তার ব্যক্তি উদ্যোগে প্রায় ৬ একর জায়গায় দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষ রয়েছে। এসব কক্ষে ১১২ জন বৃদ্ধ মনোরম পরিবেশে বসবাস করতে পারবেন। এ ভবনে বিনোদনসহ নানা সুবিধা রয়েছে। এ বৃদ্ধাশ্রম ভবনের সামনে সৌন্দর্য বর্ধন, পুকুরসহ পার্ক সুবিধাসহ অন্যরকম আনন্দ পরিবেশ গড়ে তোলা হয়েছে।

প্রান্তিক,লক্ষ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত