কাউখালীতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশ : ০৫ মে ২০২৪, ১৪:১৬ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজী বাড়িতে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত শনিবার ৪ মে হাজী বাড়ির নিবাসী মোহাম্মদ মতিউল হাসান মতি (৬৫) সকালে তালুকদার হাট ও শিয়ালকাঠি চৌরাস্তাবাজারে যান এবং সুস্থ স্বাভাবিকভাবেই হাট বাজার শেষ করে বাড়িতে আসেন। পরবর্তী সময় তিনি তার বাড়ির পাশে কলাবাগান ও বাড়ির আঙ্গিনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি কাঁঠাল গাছ পরিচর্যা করতে গিয়ে দুপুর একটার দিকে অতিরিক্ত গরম ও রৌদ্রের তাপে শরীর অসুস্থ বোধ করেন। এ সময় তিনি কাজ রেখে বাসায় চলে যান। বাসায় পৌঁছলে ঘরে থাকা খাবার স্যালাইন খায়।

স্যালাইনের পানি পান করার পর তার বুকে ব্যথা অনুভব করে এবং অসুস্থ বোধ করতে থাকলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার চেষ্টা করার আগেই তিনি জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেন। এমনটাই জানিয়েছে  ওই বাড়ির মোঃ মিন্টু ও তার ছেলে ফুয়াদ হোসেন।

পরিবারের লোকজন ও স্থানীয়দের ধারণা, তিনি অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে মারা গেছেন। রাত ৯ টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে হাজীবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।