ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম ধাপের নির্বাচন আগামীকাল

সিরাজগঞ্জে তিন উপজেলায় লড়ছেন ৩১ প্রার্থী 

ছেয়ে গেছে পোস্টার ব্যানারে
সিরাজগঞ্জে তিন উপজেলায় লড়ছেন ৩১ প্রার্থী 

সিরাজগঞ্জে প্রথম ধাপে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। প্রার্থীদের পোস্টার, ব্যানার বেস্টুনিতে শহর ও গ্রামঞ্চল ছেয়ে গেছে। নির্বাচনী বিধিতে প্রার্থীদের ভোট প্রচার প্রচারণাও শেষ হয়েছে। চা স্টলসহ বিভিন্ন স্থানে প্রার্থীদের নিয়ে আলোচনার শেষ নেই। তবে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা এখন বিশেষ কৌশলে ভোট প্রার্থনা করছেন। জেলা প্রশাসন ইতিমধ্যেই ওই ৩টি উপজেলা ভোট কেন্দ্র সমূহে সবধরনের ব্যবস্থা নিয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন (আনারস), মো. রাশেদ ইউসুফ (দোয়ত কলম), বর্তমান ভাইস চেয়ারম্যান এস,এম নাসিম রেজা নুর (মোটর সাইকেল), মোঃ নুরুল ইসলাম সজল (কাপ-পিরিচ), এস,এম আহসান হাবীব (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকরাম হোসেন (তালা), মো. জামাত আলী মুন্সি (চশমা), মো. জিহাদ আল ইসলাম (উড়োজাহাজ) ও মোঃ সাইফুল ইসলাম (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রর্ধী মোছা. আফরীনা খাতুন (প্রজাপতি), মোছা. নুরুন্নাহার খানম (বৈদ্যুতিক পাখা) ও মোছা নূরে ফতিমা (ফুটবল)। এ উপজেলার ভোট কেন্দ্র সংখ্যা ১৭১ ও ভোটার সংখ্যা ৪৫৬২২২ জন। কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।

তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ (দোয়াত কলম), মো. আশরাফুল আলম (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. শাহিনুল ইসলাম (মাইক), মোঃ সাইফুল ইসলাম (টিয়া পাখি), মোঃ সেলিম হোসেন (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. জান্নাতুল ফেরদৌস (ফুটবল), মোছাঃ জুলেখা খাতুন (বৈদুতিক পাখা), মোছা. বিলকিছ খাতুন (কলস), মোছাঃ শাপলা খাতুন (পদ্মফুল), মোছাঃ সুলতানা হক (হাঁস)। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র সংখ্যা ১২২। মোট ভোটার সংখ্যা ২৩৪৫৯৮।

বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী তিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার (দোয়াত কলম), মো. বদিউজ্জামান ফকির (মোটর সাইকেল), মোঃ সেরাজুল ইসলাম (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারুক সরকার (টিয়া পাখি), মোঃ আব্দুল আলিম (মাইক), মোঃ ইউসুফ আলী সেখ (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছা. রত্না বেগম (ফুটবল), সুলতানা রাজিয়া মিলন (প্রজাপতি)। অধিকাংশ প্রার্থী আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এ উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৯৭ ও মোট ভোটার সংখ্যা ২৮৭৪৫২ জন। তিনটি উপজেলার ঝুকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা অর্ধশতাধিক। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে ওই ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) আলোকিত বাংলাদেশকে বলেন, এ ৩টি উপজেলা ভোটকেন্দ্র সমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার মোতায়েনসহ স্টাইকিং ফোর্স কাজ করবে। কেন্দ্র সমূহে কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত