নোয়াখালীর সূবর্নচর উপজেলায় চলছে ভোট গ্রহণ
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১২:৪৯ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে প্রথম ধাপে সুবর্ণচর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ উপজেলার ৬১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলবে। সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার।
নিবার্চন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
এ নিবার্চনে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬শ পুলিশ সদস্য ছাড়াও তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব সদস্য মোতায়ন রয়েছে।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
অন্যদিকে হাতিয়া উপজেলায় একক প্রার্থী থাকায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত।
এদিকে সুষ্ঠু ভাবে ভোটের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্র ভোট গ্রহণ সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রজাইডিং অফিসার এবং প্রশাসনের কর্মকর্তা গন উপস্থিত থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন।