ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গোপালগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে

গোপালগঞ্জের তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে

যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠান শান্তিপূর্নভাবে শুরু হয়েছে।

জেলার গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিন উপজেলার ২২৭ টি কেন্দ্রে আজ বুধবার সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়েছে।চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। এ তিন উপজেলায় ৫ লক্ষ ৮৮ হাজার ৪২৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটর ৩ লক্ষ ৪৮২ জন, নারী ভোটার ২লক্ষ ৮৭ হাজার ৯৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছেন।

সকালে বৃস্টির কারনে সব কেন্দ্রেই ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে নির্বাচন সংশ্লিরা মনে করছেন।

নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত