ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাতীবান্ধায় ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি খুবই কম 

হাতীবান্ধায় ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি খুবই কম 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলার ১২টি ইউনিয়নে ৭২টি ভোট কেন্দ্রে সকাল আটটায় ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটার উপস্থিতি খুবই কম।

১২টি ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নের ২৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপুন। গত কয়েকদিনে তিনজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছে। দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার ঝুঁকিপুন চারটি ইউনিয়নে ভোটকেন্দ্র চিহ্নিত করে,বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে।

হাতীবান্ধা উপজেলা ১২টি ইউনিয়ন, মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ২শত ১৩টা। তার মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ১ হাজার ৫ শত ৮৮ এবং মহিলা ১ লক্ষ ৬ শত ২৫ টা। মোট ভোটকেন্দ্র ৭২টি এবং ৫ শত ৩৯টি ভোট কক্ষকে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এসব ভোটকেন্দ্রে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে।

হাতীবান্ধা নির্বাচন অফিসার রাশেদ এ বিষয়ে ভোট কেন্দ্রসমূহে মোবাইল টিম কাজ করবে, থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত আছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এ ছাড়া বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত