ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পিকআপভ্যান চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

সিরাজগঞ্জে পিকআপভ্যান চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া নামকস্থানে পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।

নিহতরা হলো, ওই উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম (৪৬) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের অটোরিকশার চালক আব্দুল গফুর (৫৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমএ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ আসছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক ২ জন ঘটনাস্থলেই নিহত হয় এবং ২ যাত্রী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় দুপুরে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত