দিনাজপুরে ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

প্রকাশ : ০৯ মে ২০২৪, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বুধবার প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ৩টি উপজেলা ঘোড়াঘাট,বিরামপুর ও হাকিমপুর উপজেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসারগণ বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।

বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়াঘাট উপজেলায় কাজী শুভ রহমান চৌধুরী, বিরামপুরে পারভেজ কবীর ও হাকিমপুরে কামাল হোসেন রাজ।

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে কাজী শুভ রহমান চৌধুরী আনারস প্রতীক নিয়ে ২৮ হাজার ৬৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সারওয়ার হোসেন মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৩৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।।    মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮২ জন।  ৫৩ হাজার ৮৬৭ জন ভোটারগন অংশ গ্রহণ করেছেন। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৪০ দশমিক ৬৬।

বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. পারভেজ কবীর ঘোড়া প্রতীক নিয়ে ৪২ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মতিউর রহমান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৮০৭ পেয়ে পরাজিত হয়েছেন ।  

হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. কামাল হোসেন রাজ মোটরসাইকেল প্রতীক নিয়ে ২২ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হারুন উর রশীদ টেলিফোন প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ পরাজিত হয়েছেন।মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ৩৬৭জন। ভোট পড়েছে ৪৪ হাজার ৪০০। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৫৫ দশমিক ২৫। স্ব-স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারগণ ফলাফল ঘোষণা করেন।