সিরাজগঞ্জের পৃথক ৩ টি স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত হয়েছে। তারা হলো, শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা গ্রামের সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫), একই এলাকার শেলাচাপড়ী গ্রামের আরশেদ প্রামাণিক (৬০) ও কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের কালাম মিয়ার ছেলে মুনছুর আলী (১৭)। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৭ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগ্নীদহ নামক স্থানে দ্রæতগামী ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত হয় এবং আহত হয় অটোভ্যানের চালক। এদিকে একই সময় ওই মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিসের সন্নিকটে দ্রæতগামী ট্রাক একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামাণিক নিহত হয় এবং ৫ জন আহত হয়। এরআগে বৃহস্প্রতিবার বিকেলে কাজিপুর-ধনুট আঞ্চলিক মহাসড়কের কাজিপুর উপজেলার পাইকরতলী নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে মটোর সাইকেল আরোহী মুনছুর আলী নিহত হয় এবং তার বন্ধু রিয়াদ (১৮) আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।