ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে তেলবাহী লরি চায়ের দোকানে ঢুকে নৈশ প্রহরীসহ নিহত ২

দিনাজপুরে তেলবাহী লরি চায়ের দোকানে ঢুকে নৈশ প্রহরীসহ নিহত ২

দিনাজপুর সদর উপজেলায় তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুঁকে গেলে সেখানে অবস্থানরত নৈশ প্রহরীসহ দুজন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাউগাঁ হাটখোলা বাজারের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমান (৫৮) ও হাটখোলা বাজার এলাকার বাসিন্দা রানা হোসেন (২৫)। নিহত আজিজার রহমান কাউগাঁ হাটখোলা বাজারে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটখোলা বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলেন নৈশ প্রহরী আজিজার ও স্থানীয় বাসিন্দা রানা হোসেন। ফুলবাড়ী থেকে ছেড়ে আসা তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে যায়। এতে লরির চাপায় ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান। স্থানীয় লোকজন ছুটে এসে লরিচালক ও তাঁর সহকারীকে আটক করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, একটি তেলবাহী লরির চাপায় দুজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, চোখে ঘুম নিয়ে চালক লরিটি চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন। লরিচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।

দিনাজপুর,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত