ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে বসতঘর ভেঙে মালামাল লুটের অভিযোগ 

মানিকগঞ্জে বসতঘর ভেঙে মালামাল লুটের অভিযোগ 

মানিকগঞ্জে রাতের আঁধারে বসতঘর ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দশ-বারো জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার রাতে সদর উপজেলার মানরা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মানরা মৌজায় সাড়ে আট শতাংশ জায়গা কিনে বসবাস করে আসছিলেন সাইদুল ইসলাম। তার পরিবার শুক্রবার সন্ধ্যায় ঘর তালাবন্ধ করে ঘিওর উপজেলার বৈকণ্ঠপুরে তাদের স্থায়ী বাড়িতে যান। শনিবার সকালে মানরার বাড়ি এসে দেখেন তাদের ঘর ভেঙে ফেলা হয়েছে এবং ঘরে থাকা সমস্ত মালামাল লুট করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি। রাতের আধারে কে বা কাহারা এ অপকর্ম করেছে সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ,লুট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত