ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলেন মা

রংপুরে পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলেন মা

রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলেন মা।

রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, গত রোবাবর সন্ধ্যায় নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় কর্তব্যরত অবস্থায় মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সার্জন মোহাম্মদ আশরাফুজ্জামান এবং ট্রাফিক কনষ্টেবল মোহাম্মদ আবু তালেব একটি শিশুকে দেখতে পায়। শিশুটি কোন সঠিক তথ্য দিতে না পারায় তারা তাকে নিজেদের হেফাজতে রেখে তার অভিভাবকের খোঁজ করতে থাকে। এক পর্যায়ে শিশুটির মা ঐ এলাকায় শিশুর খোঁজে এলে তাকে জিজ্ঞাসাবাদের পর মায়ের কাছে শিশুটিকে ফেরত দেন পুলিশ সদস্যরা।

এ সংবাদ পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান তাৎক্ষনিক ভাবে পুলিশ সার্জন মোহাম্মদ আশরাফুজ্জামান এবং ট্রাফিক কনষ্টেবল মোহাম্মদ আবু তালেবকে পুরস্কৃত করার ঘোষনা দেন। সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশের কল্লান সভায় তাদের কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার এবং সম্মাননা দেয়া হয়।

রংপুর,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত