সিরাজগঞ্জে খাষকাউলিয়া ইউপির বাজেট ঘোষণা
প্রকাশ : ২১ মে ২০২৪, ১৯:১৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। যমুনা নদী বিধৌত ওই উপজেলার অস্থায়ী ৫ নং খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের এ বাজেট ঘোষণা করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু ছাইদ বিদ্যুৎ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব হাফিজুর রহমান এবং এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ওই ইউপি চেয়ারম্যান। এতে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ ১২ হাজার ৫’শ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৯৩ হাজার টাকা। আয়- ব্যয় শেষে সম্ভাব্য সাড়ে ১৯ হাজার টাকা উদ্ধৃত্ত ধরা হয়েছে।
এ সময় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ইউপি সদস্য সেলিম রেজা, আমিনুল ইসলাম সুরুজ, রুহুল আমীন, শাহিন সিকদার, সংরক্ষিত মহিলা আসনের নুরজাহান, তাছলিমা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।