দিনাজপুরের ৪ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

প্রকাশ : ২২ মে ২০২৪, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ৪টি উপজেলা বীরগঞ্জ, কাহারোল, বিরল ও বোচাগঞ্জে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে স্ব-স্ব সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারগণ বেসরকারি ফলাফল ঘোষনা করেছেন।

এতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন  বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী জানান, এই উপজেলায় মোট ১০৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৫৩৫। ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৬৭৭। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৪৬ দশমিক ৪৯।

উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. আবু হুসাইন বিপু আনারস প্রতীক নিয়ে ৪৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. আমিনুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩২ হাজার ৪১৮।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এই উপজেলায় মোট ৫৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৭৮০। ভোট পড়েছে ৮০ হাজার ৯৯৫। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে এ কে এম ফারুক দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিরল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা বহিৃ শিখা আশা জানান, এই উপজেলায় মোট ৮১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৪৮৩। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ১ হাজার ২৩৯। বাতিল হয়েছে ২৬৬২ ভোট। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯০১। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৪৭ দশমিক ৩৪। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বে-সরকারীভাবে একেএম মোস্তাফিজুর রহমান আনারস প্রতীক নিয়ে ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রমাকান্ত রায় মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ২৬৩ ভোট পেয়েছেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. ডালিম সরকার জানান, এই উপজেলায় মোট ৬৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৮০। ভোট পড়েছে ৮৭ হাজার ৪৯৭। নির্বাচনে মোট ভোটের শতকরা হার ৬৫ দশমিক ৮৭। এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. আফছার আলী ঘোড়া প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. জুলফিকার হোসেন আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৪০৬।