ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫'শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি ঢাকা জেলা উত্তর।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানান। এর আগে, বুধবার রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বিশেষ অভিযান তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-সাভারের তেতুলঝোড়া জনতা হাউজিং ভরারী জামুর এলাকার গোলাম মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া এলাকার মৃত তারা মোল্লার ছেলে কাউছার মোল্লা (২৮)।
ডিবির ওসি জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি, মোবাশশিরা হাবীব খান পিপিএম সেবা এর সরাসরি তত্ত্বাবধানে এবং তার (ওসি)'র নের্তৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা ৫'শ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।