ঘুর্ণিঝড় রেমাল উপলক্ষ্যে জনসাধারনদেরকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম লঞ্চটার্মিনাল, বড় স্টেশন মোলহেড ছাড়াও নদীর তীরবর্তীস্থানে বসবাসরত বাসিন্দা ও চর এলাকায় জনসাধারনকে সচেতন করার লক্ষ্যে ট্রলার নিয়ে মাইকিং করে।
এসময় চাঁদপুর ননৌ থানার এসআই সাজ্জাদ হোসাইন, কনস্টেবল মতলেবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ঘুর্ণিঝড় রেমাল উপলক্ষ্যে জনসাধারনের জান মাল নিরাপত্তা, গবাদিপশু, শিশুসহ প্রয়োজনীয় খাবার নিয়ে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য চাঁদপুর নৌ থানা পুলিশের পক্ষ হতে সচেতনমূলক মাইকিং করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে। নৌ পুলিশ সবসময় জনগনের পাশে রয়েছে। তাছাড়া নৌযান শ্রমিকদেরকে সরকারী নির্দেশনা মেনে নিরাপদে যাতায়াত করাসহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়।