ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘূর্ণিঝড় রেমাল: পিরোজপুরের নদ-নদীতে বেড়েছে পানি 

ঘূর্ণিঝড় রেমাল: পিরোজপুরের নদ-নদীতে বেড়েছে পানি 

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে পিরোজপুরের নদ-নদীগুলোতে বেড়েছে পানির উচ্চতা। জোয়ারের সময় কঁচা নদীতে পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করেছে। এতে নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে। তবে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও, সামান্য গুড়ি গুড়ি বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টিপাত হয়নি।

মাঠে থাকা মৌসুমী ফসল উঠে যাওয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতির তেমন কোন শংকা না থাকলেও ক্ষেতে থাকা কলার ক্ষতির আশংকা রয়েছে।

অন্যদিকে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায়, জেলেরা বাড়িতে অবস্থান করছে। ফলে জেলেদের ক্ষতি হওয়ার আশংকাও কম। তবে ঘূর্ণিঝড়ের সাথে সৃষ্ট জলচ্ছ্বাসে মাছের ঘের প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

এদিকে কঁচা ও বলেশ্বর নদীর পাড়ে অবস্থিত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাচিড়া ও মাঝেরচড়, ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ও ভিটাবাড়িয়া এবং ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ও সাউথখালী সব চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এসব এলাকার জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য জোর চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

ঘূর্ণিঝড়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত