ঘূর্নিঝড় রিমাল

পায়রা উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া, ১০ নম্বর মহাবিপদ সংকেত

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৭:৪৪ | অনলাইন সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

উত্তর-পশ্চিম বঙ্গোবপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকার অবস্থান করছে।  এটি রবিবার বিকেল ৩টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ইতোমধ্যে পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় সকল মাছধরা ট্রলার সমূহ আগে থেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে। 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কুয়াকাটা এলাকায় থেমে থেমে গুড়ি গুড়ি এবং কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকায় প্রবল বেগে ঝড়ো হওয়া বইছে। কুয়াকাটা বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সৈকতের তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ।

এদিকে জোয়ারে কুয়াকাটা উপকূলীয় নিম্নাঞ্চল নিম্নাঞ্চল ৪/৫ পানিতে প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন কলাপাড়া উপজেলার নিজামপুর ও রামনাবাদ নদীর পাড়ের মানুষ।

তবে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী মানুষদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে প্রশাসন। সেসব স্থানের বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে রাজি না হয় প্রশাসন হিমশিম খাচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলায় তাদের সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে।