ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়কের উপর ঘর নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জে সড়কের উপর ঘর নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর নয়াপাড়া আঞ্চলিক সড়কের ওপর এক প্রভাবশালীর বিরুদ্ধে পাকাঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে কয়েক দফা অভিযোগ করে এখনও সুষ্ঠু সমাধান পাচ্ছেন না এলাকাবাসী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উক্ত আঞ্চলিক সড়ক দিয়ে এলাকার মানুষ ও ছোটখাটো যানবাহন চলাচল করছে। কিন্তু সরকারী এ রাস্তার ওপর প্রায় ১বছর আগে একই গ্রামের আব্দুস সালাম রাস্তা দখল করে একটি পাকা বাড়ি নির্মাণ শুরু করেন। এলাকাবাসীর জোর আপত্তি ও নিষেধের পর তিনি এ ঘর নির্মাণ অব্যাহত রাখেন। সড়ক দখলের বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন দপ্তরে কয়েক দফায় অভিযোগ করেও এখনও সমাধান মেলেনি। এ কারণে ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তবে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন সরেজমিনে তদন্ত করেন এবং সার্ভেয়ার জরিপ করে নির্মাণাধীন ঘরটি ১৫দিনের মধ্যে সরানোর জন্য নির্দেশ দেন এবং হাটিকুমরুল ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার(নায়েব) মঈন আলী দখল হওয়া সড়কটির এক-তৃতীয়াংশ দখলমুক্ত করেন। তবে পরবর্তীতে দখলকারী আবারো সেটি দখলে নেন। নির্মাণাধীন ঘর রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন ওই দখলদার।

এছাড়া তিনি এলাকাবাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগসহ পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর উপজেলা ভুমি অফিস থেকে তদন্ত এবং পুনরায় জরিপ করে দখলকারী সালামকে ৭দিনের মধ্যে দখল উচ্ছেদের নোটিশ প্রদান করেন। এ নোটিশের দীর্ঘদিন পার হলেও দখল মুক্ত হয়নি ওই জনস্বার্থের সড়ক। জেলা প্রশাসকের হস্তক্ষেপে ওই সড়ক দখল মুক্তসহ ও দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান এলাকাবাসী।

সিরাজগঞ্জ,অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত