ঢাকা ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ার দুই জনপ্রতিনিধিসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

উখিয়ার দুই জনপ্রতিনিধিসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারসহ ভোটারদের মাঝে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল মনসুর চৌধুরী।

সোমবার (২৭ মে) তিনি এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভালুকিয়াপালং গ্রামের বাসিন্দা খাইরুল আলম চৌধুরী,রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ উদ্দিন, পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও বালুখালী এলাকার বাসিন্দা ফজল কাদের চৌধুরী অত্যন্ত দুধর্ষ প্রকৃতির লোক। সরকারি দলের প্রভাবশালী লোক হওয়ায় তারা গায়ের জোরে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠিত করতে কোন ধরনের দ্বিধাবোধ করেনা। তারা নিজ নিজ এলাকায় প্রভাবশালী হওয়ার কারণে বখাটে প্রকৃতির লোকদের সন্ত্রাসী বাহিনী গঠন করে নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারসহ সম্মানিত ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করার সম্ভাবনা বিদ্যমান বিধায়, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণ মূলক প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখার জন্য আবেদন করেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথেই উল্লেখিত ব্যক্তিরা আমার নির্বাচনী কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।

উখিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত