নোয়াখালীতে তৃতীয় ধাপে ৩ উপজেলায় ভোটগ্রহণ শুরু 

প্রকাশ : ২৯ মে ২০২৪, ১৪:০৩ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে তৃতীয় ধাপে বেগমগঞ্জ,নোয়াখালী সদর, কোম্পানিগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে আজ।

সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিরতীহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টায় পর্যন্ত।

এদিকে তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৭ হাজার ৫ শত ৮২টি ভোটার।

এছাড়া তিন উপজেলায় ভোটারগন সুষ্ঠু পরিবেশ ও নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরীর লক্ষ্যে ভোটের মাঠে পুলিশের টহল টিম ৪২ টি, র‍্যাব এর টিম ৮টি , বিজিবি ১১ প্লাটুন, ব্যাটেলিয়ন আনসার ৯৪ জন, মোবাইল কোর্ট ৪২টি টিম, স্টাকিং ফোর্স ৯টি সহ বিভিন্ন বাহিনীর ৪ স্থরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। এছাড়া তিন উপজেলায় তিনজন নির্বাহী মেজেস্ট্রেকে প্রধান করে ৪৪ জন নির্বাহী মেজেস্ট্রে নির্বাচন মাঠে পরিদর্শনে রয়েছেন। ।

বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাহেদ শাহরিয়ার সুষ্ঠু পরিবেশে ভোট দিতে ফেরে খুশি, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। কোন অপ্রিতিকর ঘটনা ঘটে নাই বলে জানান তিনি।