তৃতীয় ধাপে পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত এ উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। তারপর শুরু হবে ভোট গণনা। জানা গেছে, এই উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌর সভা মিলে ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১৬৮ জন। ভোটারের জন্য ৮৪ টি ভোটকেন্দ্র রয়েছে।
কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডক্টর কামাল উদ্দিন আহমেদ জানান,এই কেন্দ্রে ৪ হাজার ২ শত ৬ ভোট রয়েছে। দুপুর বারোটা পর্যন্ত এই কেন্দ্রে শতকরা ২১ দশমিক ৪৭ ভাগ ভোট পড়েছে। এ পর্যন্ত এ কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো। মনে করা হচ্ছে বেলা বাড়লে ভোটার উপস্থিতি আরও বাড়বে। এখন পর্যন্ত এ কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
উপজেলা পৌর এলাকার ঈশ্বরদী সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটার আমেনা বেগম বলেন, সকালে ভোটার উপস্থিতি কম থাকে তাই সকাল সকাল ভোট দিতে এসেছি।
উল্লেখ্য, এই উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম সিদ্দিকী, এমদাদুল হক রানা সরদার আনারস প্রতীক নিয়ে এবং আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।