দিনাজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা 

প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৫:২০ | অনলাইন সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে দিনাজপুরের তিনটি উপজেলায় সহিদুজ্জামান শাহ, সুনীল কুমার সাহা ও ইমদাদ সরকার, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফলে জানা গেছে, দিনাজপুরের খানসামা উপজেলায় আনারস প্রতীকে সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ৩৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ পেয়েছেন ২১ হাজার ৪৮৮ ভোট। খানসামা উপজেলা নির্বাচনে ভোট পড়েছে, ৩২ দশমিক ৯৪ শতাংশ।

চিরিরবন্দর উপজেলায় দোয়াত-কলম প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মোস্তাফিজুর রহমান ফিজার পেয়েছেন ১৯ হাজার ১৪৯ ভোট।

দিনাজপুর সদর উপজেলায় মোটর সাইকেল প্রতীকে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ৫৫ হাজার ৬৪ ভোট পেয়ে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ পেয়েছেন, ১৮ হাজার ৩১৩ ভোট।সদর উপজেলা নির্বাচনে ভোট পড়েছে, ২০ দশমিক ৬ শতাংশ। স্ব-স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার জানান চিরিরবন্দর উপজেলায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো সহিংস ঘটনা ঘটেনি এই নির্বাচনে।