সিরাজগঞ্জে দূর্বৃত্তের গুলিতে কলেজছাত্র আহত
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে কলেজ ছাত্র আল-আমিন (১৯) আহত হয়েছে।
সে ওই গ্রামের জমসের আলীর ছেলে ও স্থানীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বেলকুচি থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার মধ্য রাতে ওই গ্রামের একটি দোকানের সন্নিকটে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী শওকত আলীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এ সময় বিদ্যুৎ না থাকায় দোকানের সামনে বেঞ্চে বসে থাকা ওই কলেজ ছাত্রের বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পুলিশ কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই ছাত্রকে উদ্ধার করে এবং সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রাবার বুলেট ও গুলির ব্যবহৃত অংশ জব্দ করা হয়।
ধারণা করা হচ্ছে বালু ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে সংঘটিত ঘটনাটি ইতিমধ্যেই বিশেষ তদন্ত শুরু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।