সিরাজগঞ্জ-বগুড়া পুরাতন সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলা আলোকদিয়া নামকস্থানে ট্রাকচাপায় বৃদ্ধসহ সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে।
তারা হলো, ওই উপজেলার মুক্তারগাতি গ্রামের আবু তালহার ছেলে ও ভারতের দেওবন্দ মাদ্রাসার মওলানা আবু উবাইদা (২৪) ও রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসি গ্রামের মৃত যোগেশ সাহার ছেলে মহাদেব সাহা (৬০)।
এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরো ৩ যাত্রী। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধসহ ২ যাত্রী নিহত হয় এবং অটোরিকশার চালকসহ আরও ৩ যাত্রী আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট্ থানায় মামলা হয়েছে।