ঠাকুরগাঁওয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১১:২৬ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

“রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানিতে ১২৩টি অভিযোগ গ্রহণ করা হয়। এর মধ্যে ৭টি সাথে সাথেই নিস্পত্তি, ৩টি অনুসন্ধানের নির্দেশ, ৫৮ টি স্ব-স্ব দপ্তরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন এবং ৫৫টি অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। 

সোমবার (৩ জুন) সকাল থেকে দিনব্যাপী দুর্নীতি দমন কমিশন(দুদক) এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এই গণশুনানীর আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হকসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, পাসপোর্ট অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা শিক্ষা অফিস, ভ‚মি অফিস, ডিসি অফিসসহ বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ শোনেন এবং সেই সরকারি দপ্তরের প্রধানসহ উর্ধতন কর্মকর্তাগণ তাদের অভিযোগে জবাব দেন।

সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ  ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন। সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।