নাটোরের বড়াইগ্রাময় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। জন্মের পরই শিশুটির মৃত্যু হয়।
মঙ্গলবার (৪ জুন) বিকেলে বড়াইগ্রাম উপজেলার জননী হাসপাতালে সিজারিয়ানের মধ্যেমে ওই শিশুর জন্ম হয়।
ওই শিশুটি উপজেলার কেল্লা গ্রামের আব্দুল বারেক ও মোছা. রহিমা খাতুন দম্পতির সন্তান।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রহিমা প্রসব বেদনা উঠলে তাকে বেসরকারি স্থানীয় জননী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বিকেলে সিজারিয়ানের মাধ্যমে অদ্ভুত আকৃতির এ কন্যা শিশুর জন্ম নেয়। পরে খবরটি মুহুত্বে আশপাশে ছড়িয়ে পড়ে। জন্মের পরই শিশুটির মৃত্যু। শিশুটির মাথার ওপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারায় বয়স্ক মানুষের ছাপ ও চোখ দুটো বড় আকৃতির ছিল। এছাড়াও তার শরীরের পুরো অংশ স্বাভাবিক।
জননী হাসপাতালের ওটি ইনচার্জ মো.ইসরাফিল হোসেন বলেন, দুপুরে প্রসব ব্যাথা নিয়ে রহিমা খাতুন নামে এক মা আমাদের হাসপাতালে ভর্তি হন। পরে বিকেল তিনটার দিকে তার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়। জন্মের কয়েক মিনিট পরই শিশুর মৃত্যু হয়।