সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানিকচাপর নামক স্থানে ট্রাক্টর ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক কৃষক তোজাম উদ্দিনের (৩৮) মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার উপরসিলেট গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে কৃষক তোজাম উদ্দিন জমিতে হাল চাষের পর ট্রাক্টর নিয়ে গ্রামের সড়ক থেকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই অপর একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক ওই কৃষকের মৃত্যু হয়।
দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।