ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবীত মানববন্ধন

সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবীত মানববন্ধন

২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবীত সাভারে মানববন্ধন করছে কারিতাস উদ্যম প্রকল্প।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সাভারের সিটি সেন্টারের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ক্যাপ পরিধান করে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিগত ২-৩ তিন বছরে দেশে প্রধান প্রধান খাদ্যপন্যসহ সব ধরণের ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ অনেক কষ্টে আছে৷ ভোগ্যপণ্যের মূল্য যাতে কম আসে সেই মাফিক করকাঠামো সাজাতে হবে বাজেটে।

মানববন্ধনে স্থানীয় জনগণ, বস্তিবাসী, শিক্ষক, স্থানীয় সরকারর প্রতিনীধি, ব্যবসায়ীসহ নানা পেশাজীবির জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সাবেক সাভার উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, সুমন জন রোজারিও, মনির হোসেন প্রমুখ।

সামাজিক,বরাদ্দ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত