ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ

সিরাজগঞ্জে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে এ বাছুর বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। তাঁর নেতৃত্বে দেশ আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে এবং দেশজুড়ে বিভিন্ন উন্নয়ন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিকল্প কর্মসংস্থানে এমন প্রকল্প প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রীর নির্দেশেই জেলা উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন। প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলার ১৬ জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। এ জেলার বাকি সুবিধাভোগী প্রান্তিক জেলেদের এ প্রকল্পের আওতায় আসবে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আবু ছাইদ বিদ্যুৎ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু ও শফিকুল ইসলাম শফিক প্রমূখ।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত