ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাতীবান্ধায় সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত 

হাতীবান্ধায় সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত 

লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে আলতাফ হোসেন (৫২) নামে এক বাংলাদেশী আহত। শুক্রবার দুপুরে উপজেলার সিংগীমারী গ্রামের পকের (ছিট) এলাকার সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের নিকট এ ঘটনা ঘটেছে।

আহত আলতাব হোসেন সিঙ্গিমারী ইউনিয়নের শিংগীমারী গ্রামের পকেট এলাকার বাসিন্দা মৃত বাচ্চা শেখের ছেলে। আহত আলতাব হোসেন বর্তমানে রংপুরে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

সীমান্তের বাসিন্দা সূত্র জানায়, শুক্রবার দুপুরে দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকার সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের নিকট একটি খেতে বাংলাদেশি নাগরিক আলতাব হোসেন কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জমিতে কাজ করা অবস্থায় বাংলাদেশী আলতাব হোসেনকে ভারতীয় বিএসএফ তার (বুকে) গুলিচালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আলতাবকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানান, বাংলাদেশে সীমান্তের কাছাকাছি ভারতীয় বিএসএফ আসায়। আলতাব ভারতীয় বিএসএফকে চলে যাওয়া কথা বলেন। এতে আলতাবকে গুলি করে বিএসএফ চলে যায়।

উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ওর্য়াড সদস্য সামসুল হক জানান, তিনি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন আলতাব হোসেনকে বিএসএফ গুলি করেছেন। তার বুকে গুলি লেগেছে। চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছে।

উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে আলতাব হোসেনে আহতের কথা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে বিজিবির সিও আসছেন। ভারতীয় বিএসএফের সাথে পতাকা বৈঠকও হতে পারে। পরে বিস্তারীত জানাবো।

এ বিষয়ে জানতে বিজিবি-৬১ তিস্তা -২ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেনি।

হাতীবান্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত