ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোর সার্কিট হাউসে আগুন

নাটোর সার্কিট হাউসে আগুন

নাটোর সার্কিট হাউসের তৃতীয় তলার ভিআইপি কক্ষ-১ এ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবেবে জানিয়েছেন জেলা প্রশাসন।

শনিবার (৮ জুন) ভোর রাত ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস অফিসার মো. ফিরোজ কুতুবী জানান, ফায়ার সার্ভিস ভোর রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের কর্মীরা পৌঁছায়। পরে ৫৪ মিনিটেরর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কোয়েল ও সিগারেটের আগুনের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রায় ২/৩ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান বলেন, রাতে ঠিকাদারের লোকজন ছিল। আগুনে তাদের মালামাল পুড়ে যায়। এতে ভবনের কোনো বড় ক্ষতি হয়নি। তবে আগুনের সূত্রপাত কি ভাবে হলো তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, রুমে ঠিকাদারের মালামাল ছিল। আগুনে সেই মালামাল পুড়ে যায়। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখতে এডিসি জেনারেলকে দায়িত্বে দেওয়া হয়েছে। এবং একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

নাটোর,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত