সিরাজগঞ্জে ব্রিজের ভিডিও করার সময় ব্লগারের মৃত্যু
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৮:০১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজের (বড়পুল) উপরে ছাদ খোলা গাড়ি থেকে ভিডিও করার সময় লোহার পাইপের আঘাতে ব্লগার রবিউল আজিম তনুর (৩৫) মৃত্যু হয়েছে।
সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বন্ধু মঈনুদ্দিনের আমন্ত্রণে শুক্রবার রাতে তনুসহ ৩ জন ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরে আসে । শনিবার ভোরে ছাদ খোলা গাড়ি নিয়ে ৪ বন্ধু ঘুরতে বের হয় এবং শহরের ইলিয়ট ব্রিজের সৌন্দর্য দৃশ্য গাড়ির উপর থেকে মোবাইলে ধারণ করে তনু। এ সময় ব্রিজের উপরে থাকা লোহার পাইপের সঙ্গে মাথার পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রবিউল আজিম তনু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোন অভিযোগ না থাকায় দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।