ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪ ভারতীয় নাগরিক 

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪ ভারতীয় নাগরিক 

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারতীয় চার নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ।

রবিবার (৯ জুন) বেলা ৫ টার দিকে বেনাপোল দিয়ে তাদের ফেরত দেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর কারাগারে ডেপুটি জেলর মোঃ মঈনুল হক আল মামুন,বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান,ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম।

ভারতীয় ওই নাগরিকরা হলো-সমন্তিপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানা'র ছেলে সুনীল কুমার সানি (৪৭), পিলিবিট জেলার গেজের আউলা থানার রামনগরিয়া গ্রামের কালু পালের ছেলে রাম পাল (৫০), পশ্চিমবঙ্গ জেলা সদরের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমার (৫২) ও বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস (৪৮)।

পুলিশ জানায়, ২০২১ সালে মহেষপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তারা। এ কারণে বিজিবি তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ মামলা করলে তাদের চারজনকে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আযহারুল ইসলাম জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন ওই চার ভারতীয়। পুলিশের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠায় বিজিবি। সেখানে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। সাজা শেষে আজ তারা দেশে ফিরে গেলেন।

কারাভোগ,ভারতীয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত