ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্যাম্পে গোলাগুলিতে রোহিঙ্গা নিহত, অস্ত্র উদ্ধার 

ক্যাম্পে গোলাগুলিতে রোহিঙ্গা নিহত, অস্ত্র উদ্ধার 

কক্সবাজারের উখিয়ার আশ্রয় ক্যাম্পে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) ভোর ৬টার দিকে রোহিঙ্গ ক্যাম্প-১৯ এর এ/৪ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামীম হোসেন।

নিহত আব্দুল মোনাফ (২৬) রোহিঙ্গ ক্যাম্প-১৯ এর এ/৪ ব্লকের আজিম উল্যাহর ছেলে।

ক্যাম্প সূত্রের বরাত দিয়ে ওসি জানান, বুধবার ভোরে রোহিঙ্গ ক্যাম্প-১৯ এর এ/৪ ব্লকে অজ্ঞাত আরসা সন্ত্রাসীরা নিজেদের মধ্যে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে এপিবিএনের টহল টিম পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। তখন নিজের জান ও সরকারী মালামাল রক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। একটু পরে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল হতে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

ওসি আরো জানান, তার বুকে ও পিঠে গুলি বিদ্ধ অবস্থায় রোহিঙ্গাকে লাগে। এপিবিএন সদস্যরা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় এপিবিএনের তিন সদস্য আহত হন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশ গুলিবিদ্ধ দেহ উদ্ধারস্থল হতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত মোনাফ আরসার সশস্ত্র সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী বলে জানিয়েছেন ওসি।

ক্যাম্পে গোলাগুলিতে রোহিঙ্গা নিহত, অস্ত্র উদ্ধার,রোহিঙ্গা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত