সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভোজ্য তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার বাবু মুন্সি (২৮) নিহত হয়েছেন। সে নাটোর সদর উপজেলার আব্দুস সালামের ছেলে।
বুধবার (১২ জুন) সকাল পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সকালে ভোজ্য তেল বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের ওই হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।