ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোরবানির গরু নিয়ে বাড়ি ফেরা হল না কালু সরদারের

কোরবানির গরু নিয়ে বাড়ি ফেরা হল না কালু সরদারের

পাবনার ঈশ্বরদীতে পদ্মার চর থেকে কোরবানির গরু নিয়ে শাখা নদী পার হতে গিয়ে পানিতে ডুবে কালু সরদার (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের গোপালপুর গ্রাম এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কালু সরদার সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া গ্রামের মৃত আফাজ উদ্দিন সরদারের ছেলে এবং সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইমদাদুল হক রানা সরদারের চাচাতো ভাই।

প্রত্যক্ষদশী এবং স্হানীয়দের সূত্রে জানা গেছে, নিহত কালু সরদার সকালে পদ্মা নদীর শাখা নদী ডোব পার হয়ে পদ্মার চরে কোরবানির গরু আনতে যায়। কোরবানির গরুটি নিয়ে নৌকায় ডোব পার হয়ে আছে। এসময় গরুটি নৌকা থেকে লাফিয়ে ডোব নদীতে নেমে চরের দিকে যেতে থাকলে কালু সরদার গরু ধরতে ডোব নদীতে নেমে পড়লে অসাবধানতা বসত ডুবে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত