ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভূমধ্যসাগরে নৌকাডুবে মাদারীপুরের ৩ যুবক নিহত

ভূমধ্যসাগরে নৌকাডুবে মাদারীপুরের ৩ যুবক নিহত

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ইতালির ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে নিহত ১১ জনের মধ্যে ৩ জনই মাদারীপুরের বলে জানা গেছে।

গত মঙ্গলবার ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ শিশুসহ ৬৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার আলী হাওলাদার ও সাব্বির। অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

জানা যায়, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছান। এর আগেও একবার ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালি যেতে ব্যর্থ হন তিনি। পরে গত মঙ্গলবার আবারো ভূমধ্যসাগর পারি দিতে গেলে এ ঘটনা ঘটে।আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের সচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালি যাত্রা করেন। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার বলেন, দেশে থাকালীন ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছি না। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন ওদের নিয়ে কিভাবে সংসার চালাবো, কে দায়ভার নিবে।

লিবিয়া,ইতালি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত