সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্রুতগতিতে বেড়ে চলছে। কয়েকদিন ধরে এ পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ও হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে দ্রুত গতিতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীর হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮০ মিটার।
গত ২৪ ঘন্টায় ৪০ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যমুনা নদীর তীরবর্তী মানুষের মাঝে বন্যা আতংক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। আরো ৩/৪ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।