ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জামালপুরে সড়ক ভবনে দরপত্র ছিনতাই, কর্মকর্তা-কর্মচারী লাঞ্চিত

জামালপুরে সড়ক ভবনে দরপত্র ছিনতাই, কর্মকর্তা-কর্মচারী লাঞ্চিত

জামালপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরে একটি দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। বৃহস্প‌তিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের সড়ক ও জনপথ ভবনের তৃতীয় তলায় সহকারী প্রকৌশলী মোবারক হোসেনের কক্ষে এই ঘটনা ঘটে। এসময় অধিদপ্তরের একজন কর্মকর্তা ও একজন কর্মচারী লাঞ্চিত হয়।

আহত দুইজন হলেন- সড়ক ও জনপথ অধিদপ্তরের (সড়ক সার্কেল) সহকারী প্রকৌশলী মোবারক হোসেন ও একই অধিদপ্তরের অফিস সহকারী লক্ষী রাণী।

শেরপুর-জামালপুর বনগাঁও ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের ইজারার জন্য দরপত্রটি চলতি মাসের ১১ তারিখে আহ্বায়ন করা হয় এবং সোমবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সড়ক সার্কেল) সহকারী প্রকৌশলী মোবারক হোসেন অভিযোগ করে বলেন-' ১২ টা ২০ মিনিটে একটি শিডিউল ড্রপ হয়। সাড়ে ১২টার পর টেন্ডার বাক্স খুলে দরপত্রটি নিয়ে আমার রুমে নিয়ে আসা হয়। দরপত্রটিতে স্মারক নাম্বার দেয়ার সময় ৬ থেকে ৭জন দূর্বৃত্ত এসে অতর্কিত হামলা করে দরপত্রটি ছিনতাই করে। এসময় তারা আমাকে ও অফিস সহকারী লক্ষী রাণীকে শারীরিকভাবে লাঞ্চিত করে।'

জামালপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, 'দূর্বৃত্তরা এসে অফিসের স্টাফদের লাঞ্চিত করে দরপত্র ছিনতাই করে। এই ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো। ইতিমধ্যে অভিযোগপত্র লেখার কাজ চলছে।'

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির মোবাইল ফোনে বলেন, 'বিষয়টি শোনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।'

গত অর্থ বছর ১৪ কোটি ৪০ লাখ টাকায় সেতুর টোল আদায়ের ইজারা নেন মেসার্স রাব্বি নুর ট্রেডার্স।

জামালপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত