স্ত্রীর চোখের সামনে মেঘনার স্রোতে তলিয়ে গেছে স্বামী

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৮:৫৮ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর নৌ-সীমানার শহরের রেলওয়ে বড় ষ্টেশন এলাকার মেঘনা নদীতে গোসল করতে নেমে স্ত্রীর চোখের সামনে স্বামী মো. জহিরুল ইসলাম (৩০) নামে এক বাদাম বিক্রেতা নদীর স্রোতের তোরে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে মেঘনা নদীর চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন টিলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।।

নিখোঁজ ব্যক্তির ভাই নজরুল ইসলাম জানান,তার ভাই জহিরুল সাঁতার জানতো না। প্রতিদিনের মত আজও আমার ভাই তার স্ত্রী মনিরা বেগম একসঙ্গে নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর তীব্র স্রোতে তোরে গোসল করতে নেমে জহিরুল ইসলাম নদীর তলিয়ে যায়। পরক্ষনে স্ত্রী,স্বামী জহিরকে না পেয়ে ডাক-চিৎকার দিতে থাকলে আসে পাশের লোকজন এগিয়ে আসে। এ সময় ফায়ার সার্ভিস,কোষ্টগার্ডকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে ছুটে আসে।

খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখার পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জহিরুল ইসলামের বাড়ি বরিশাল জেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনার তীরে মাদ্রাসা রোড টিলাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতো বলে এলাকাবাসী জানান।

চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) মোসলেম মিয়াজী জানান,খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।