সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কামারপট্টি গ্রামে ভাড়াটিয়া সহকারী অধ্যাপক কবি শীলা প্রামানিকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দিনে দুপুরে বারান্দার গ্রীল কেটে চোরেরা নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার স্বর্ণালংকরা নিয়ে গেছে। এ চুরির ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের বিজয় কর্মকারের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন স্থানীয় চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের সহকারী অধ্যাপক কবি শীলা প্রামানিক। তার বাবার বাড়ি রাজশাহী বাগমারায় ও স্বামীর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। তার স্বামী গাজিপুরে ব্রাকে চাকরি করেন। এজন্য শিলা প্রামানিক ওই বাসায় একাই বসবাস করতেন। ওই কলেজ শিক্ষিকা সাংবাদিকদের বলেন, বুধবার সকালে চাকুরীস্থল ওই কলেজে যাই এবং দুপুরে বাসায় এসে দেখি দরজা ভিতর থেকে বন্ধ।
এ সময় সন্দেহ হলে ঘরের পিছনে গিয়ে দেখি বারান্দার গ্রীল কাটা। ঘরের ভেতরে গিয়ে দেখি আসবাবপত্র তছনছ অবস্থা এবং নগদ ৩ লাখ ২০ হাজার টাকাসহ ৩২ ভড়ি স্বর্নালংকার চোরেরা নিয়ে গেছে। এ ঘটনা বাড়ির মালিক নব কুমার কর্মকারকে অবহিত করা হয়। এ বিষয়ে কামারখন্দ থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই থানার নাম প্রকাশে অচ্ছিুক একজন পুলিশ কর্মকর্তা বলছেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।