ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এ ৬ তলা ভবন বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

এ সময় তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। এজন্য ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিতে হবে। সেজন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর এ পদক্ষেপ বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে এবং দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দীন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান দুদু, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা সেলিম আহম্মেদ, এ্যাড. আব্দুল হাকিম প্রমুখ।

এ সময় ওই কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত