নোয়াখালীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) বিকেলে শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ক্রীড়া মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিক উল্লাহ মিলন, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, সহ সভাপতি শাহজাহান মাসুম,সহ সাধারণ সম্পাদক বাসব সরকার, ফুটবল এসোসিয়েশন এর সদস্য মোফাজ্জল হোসেন সৈকত, সহ আরো অনেকই।
এছাড়া নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিকভূঁইয়া, সাংবাদিক আজিজ আহম্মদ, কলেজে শিক্ষক রহিম চন্দ্র দাস। কোয়ার্টার ফাইনাল খেলায় নিধার্রিত সময় কবিরহাট সরকারি কলেজ -নোয়াখালী সরকারি কলেজ গোল শুন্য ড্র হয়েছে। পরে ট্রাইব্যাকারে ৪-২ গোলে কবিরহাট কলেজ জয় লাভ করে। অন্য দিকে দিনের দ্বিতীয় খেলায় জালাল উদ্দীন ডিগ্রি কলেজ বনাম চাটখিল সরকারি মাহবুবুর রহমান ডিগ্রি কলেজ খেলায় অংশ গ্রহন না করায় জালাল উদ্দিন কলেজকে বিজয়ী ঘোষনা করে রেফারি মাওলা রফিকুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক মোফাজ্জল হোসেন, ফখরুদ্দিন, জিয়া উদ্দিন রাসেল, বদরউদ্দিন কবির প্রমুখ। খেলায় বিজয়ী দলকে অভিনন্দন জানান চৌমুহনী পৌরসভা মেয়র বীরমুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্যহ, কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইব্রাহিম মিয়া সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।