পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ইউসেফের সনদ বিতরণ
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১০:৪৯ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
স্বল্প শিক্ষিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে তিন মাসের কারিগরি প্রশিক্ষণের সমাপ্তি সনদ বিতরণ করেছে ইউসেফ বাংলাদেশ নামের একটি বিশ্বমানের দাতব্য সংস্থা।
শুক্রবার বিকেল ৩টায় সাভারের সূচনা পার্টি প্যালেসে ম্যাপস আইসিটি এন্ড আইসিটি কেয়ারের আয়োজনে এ সনদ বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে তাদেরকে তিন মাসের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।
ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আব্দুল করিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন, ইউসেফ বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম ও ম্যাপস আইসিটি এন্ড আইটি কেয়ারের পরিচালক মোহাম্মদ শাহ আলম শাওন। সঞ্চালনা করেন সিনিয়র কমিউনিকেশন অফিসার তামান্না মাহমুদ রীমা।
বক্তারা সাভারে স্থায়ী একটি ইউসেফ প্রতিষ্ঠানের দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউসেফ ক্যাটারপিলারের অর্থায়নে সাভারের মোট ১৬৬ জন বেকার যুবককে কম্পিউটার, ওয়েল্ডিং, লেদ মেশিন যন্ত্রাংশের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। ইতোমধ্যেই তাদের প্রায় ৮৭ শতাংশের কর্মসংস্থান হয়েছে। ইউসেফ বাংলাদেশ সারাদেশে প্রতিবছর প্রায় ছত্রিশ হাজার জুবার প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হচ্ছে। ইউসেফ বাংলাদেশ স্বল্প শিক্ষিত ছেলেমেয়েদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল ও সনদ অর্জনের সুযোগ করে দিচ্ছে।
এসময় ইউসেফ বাংলাদেশ ও ম্যাপসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।