ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে এইসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৩২ ছাত্রছাত্রী

কাউখালীতে এইসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৩২ ছাত্রছাত্রী

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে আজ রবিবার (৩০ জুন) সকাল দশটায় এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা এবং সমমানের আলিম পরীক্ষার্থীদের কোরআন মাজীদ বিষয়ে শুরু হয়েছে এইচ এস সি ও সম্মানের পরীক্ষা।

এই ধারাবাহিকতায় কাউখালী উপজেলায় এইচএসসি, এইচএসসি (বিএমটি) ও মাদ্রাসা বোর্ডের অধীনে এইচএসসি সমমান (আলিম) পরীক্ষায় অংশগ্রহণ করতে ৯৩২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষার ফরম পূরণ করেছিল। যারা আজ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরীক্ষা উপলক্ষে ২৯ শে জুন থেকে ১১ই আগস্ট পর্যন্ত সকল ধরনের প্রাইভেট কোচিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হলো সরকারি কাউখালী মহাবিদ্যালয়, কাউখালী মহিলা কলেজ, কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা,এবং কাঠালিয়া পিজিএস বহুমুখী উচ্চ ও কারিগরি স্কুল এন্ড কলেজ কেন্দ্র। তবে কাঠালিয়া পিজিএস বহুমুখী কেন্দ্রটির ভেনু পরিবর্তন করে কাউখালী সরকারি বালক বিদ্যালয় নেওয়া হয়েছে। পরীক্ষার বিষয় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন কোন ধরনের অসৎ উপায় অবলম্বন করার সুযোগ দেওয়া হবে না। নকল মুক্ত ইতিবাচক পরিবেশে শান্তিপূর্ণভাবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু পরীক্ষার পরিবেশ বজায় রাখতে মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সচেতন আছে।

কাউখালী,অংশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত